ওয়েব ডেভেলপমেন্ট – ওয়ার্ডপ্রেস

ওয়েব ডেভেলপমেন্ট – ওয়ার্ডপ্রেস

ওয়েব ডেভেলপমেন্ট – ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় ওপেন-সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) যা দিয়ে সহজেই ওয়েবসাইট, ব্লগ এবং ই-কমার্স সাইট তৈরি করা যায়। এর জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞান না থাকলেও কাজ করা সম্ভব। থিম ও প্লাগইন ব্যবহার করে সহজেই কাস্টমাইজেশন ও ফাংশনালিটি বাড়ানো যায়।

সুবিধা

  • সহজ সেটআপ
  • ফ্রি এবং প্রিমিয়াম থিম ও প্লাগইন
  • এসইও ফ্রেন্ডলি
  • বিশাল কমিউনিটি সাপোর্ট
  • ব্লগিং ও ই-কমার্সের জন্য আদর্শ

অসুবিধা/চ্যালেঞ্জ

  • নিয়মিত মেইনটেন্যান্স দরকার
  • সিকিউরিটি ভলনারেবিলিটি (ঠিকমতো মেইনটেইন না করলে)
  • হোস্টিং আলাদা কিনতে হয়
  • প্লাগইনের ওপর অতিরিক্ত নির্ভরতা
  • কাস্টমাইজেশনের জন্য কিছু টেকনিক্যাল জ্ঞান দরকার

সম্ভাব্য আয় শুরু

৪–৮ মাস (নিয়মিত প্রজেক্ট/কাজ করলে)

প্রযোজ্য টুলস

WordPress, Elementor, WooCommerce, PHP, MySQL, Theme & Plugin Development

ওয়েব ডেভেলপমেন্ট (WordPress) ৩০ দিনের রোডম্যাপ

পর্ব ১: বেসিক ধারণা ও সেটআপ (দিন ১–৭)

উদ্দেশ্য: ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইটের বেসিক বোঝা

  1. দিন ১:

    • ওয়ার্ডপ্রেস কী, এর ব্যবহার এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট (Blog, eCommerce, Portfolio) বোঝা।

  2. দিন ২:

    • Domain, Hosting কী এবং কেন প্রয়োজন তা বোঝা।

    • Shared vs VPS vs Cloud Hosting পার্থক্য বোঝা।

  3. দিন ৩:

    • Localhost-এ WordPress ইন্সটল করা (XAMPP/WAMP/Laragon)।

  4. দিন ৪:

    • WordPress Dashboard-এর সাথে পরিচয়।

    • Themes, Plugins, Appearance, Settings বোঝা।

  5. দিন ৫:

    • Static Pages তৈরি করা (Home, About, Contact) এবং Menu Setup।

  6. দিন ৬:

    • Post তৈরি করা, Categories ও Tags ব্যবহার।

  7. দিন ৭:

    • Basic Site Customization: Logo, Colors, Fonts, Widgets।


পর্ব ২: থিম ও প্লাগইন (দিন ৮–১৫)

উদ্দেশ্য: ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন ব্যবহার করে কাস্টমাইজেশন শেখা

  1. দিন ৮:

    • Free এবং Premium Themes কিভাবে ইনস্টল ও অ্যাক্টিভেট করা হয়।

  2. দিন ৯:

    • Child Theme তৈরি ও কাস্টম CSS ব্যবহার।

  3. দিন ১০:

    • Essential Plugins ইনস্টল করা: SEO, Cache, Security, Contact Form।

  4. দিন ১১:

    • Page Builders (Elementor, Gutenberg, Divi) ব্যবহার শেখা।

  5. দিন ১২:

    • Header, Footer, Sidebar কাস্টমাইজেশন।

  6. দিন ১৩:

    • Responsive Design: Mobile, Tablet, Desktop Preview ও Adjust করা।

  7. দিন ১৪:

    • Slider, Gallery, Testimonials যোগ করা।

  8. দিন ১৫:

    • ছোট প্রজেক্ট তৈরি: Personal Portfolio বা Blog Website।


পর্ব ৩: অ্যাডভান্সড ও ফাংশনালিটি (দিন ১৬–২৫)

উদ্দেশ্য: WordPress-এর অ্যাডভান্সড ফিচার ও ফাংশনালিটি শেখা

  1. দিন ১৬:

    • WooCommerce ইন্সটল ও কনফিগার করা।

  2. দিন ১৭:

    • Product Listing, Categories, Attributes, Variations।

  3. দিন ১৮:

    • Payment Gateways: PayPal, Stripe, Bank Transfer Setup।

  4. দিন ১৯:

    • Shipping Methods ও Tax Setup।

  5. দিন ২০:

    • SEO Best Practices: Yoast SEO বা RankMath ব্যবহার।

  6. দিন ২১:

    • Speed Optimization: Cache, Image Optimization, Lazy Load।

  7. দিন ২২:

    • Security: Login Protection, Firewall, Backup Plugins।

  8. দিন ২৩:

    • Contact Forms, Newsletter Signup, Popup Setup।

  9. দিন ২৪:

    • Analytics: Google Analytics, Search Console Integration।

  10. দিন ২৫:

    • Medium প্রজেক্ট: ছোট eCommerce বা Service Website তৈরি।


পর্ব ৪: প্রফেশনাল স্কিল & ডিপ্লয়মেন্ট (দিন ২৬–৩০)

উদ্দেশ্য: দক্ষতা যাচাই, প্রফেশনাল প্রজেক্ট এবং ডিপ্লয়মেন্ট

  1. দিন ২৬:

    • Custom CSS/JS দিয়ে ওয়েবসাইট কাস্টমাইজেশন।

  2. দিন ২৭:

    • Child Theme এবং Page Builders ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন।

  3. দিন ২৮:

    • Website Migration: Localhost থেকে Live Hosting এ Upload করা।

  4. দিন ২৯:

    • Final Testing: Responsive, Speed, Security, Forms।

  5. দিন ৩০:

    • Complete Website তৈরি ও Publish করা।

    • Portfolio/ Freelancing Profile Update করা।


💡 টিপস:

  • প্রতিদিন কমপক্ষে ১–২ ঘণ্টা প্র্যাকটিস করো।

  • ছোট ছোট প্রজেক্ট বানাও, পরে বড় ও কমপ্লেক্স প্রজেক্টে যাও।

  • Page Builders, Plugins ও Themes প্র্যাকটিস দিয়ে হাতে অভ্যাস তৈরি করো।

ওয়েব ডেভেলপমেন্ট (WordPress) ৩০ দিনের টাস্ক লিস্ট

পর্ব ১: বেসিক ধারণা ও সেটআপ (দিন ১–৭)

দিন টাস্ক সম্পন্ন ✅
WordPress কী, ব্যবহার ও ধরনের ওয়েবসাইট (Blog, eCommerce, Portfolio) বোঝা  
Domain, Hosting কী, Shared/VPS/Cloud Hosting পার্থক্য বোঝা  
Localhost-এ WordPress ইন্সটল করা (XAMPP/WAMP/Laragon)  
WordPress Dashboard-এর সাথে পরিচয়, Themes, Plugins, Settings বোঝা  
Static Pages তৈরি করা (Home, About, Contact) এবং Menu Setup  
Post তৈরি করা, Categories ও Tags ব্যবহার  
Basic Site Customization: Logo, Colors, Fonts, Widgets  

পর্ব ২: থিম ও প্লাগইন (দিন ৮–১৫)

দিন টাস্ক সম্পন্ন ✅
Free/Premium Themes ইনস্টল ও অ্যাক্টিভেট করা  
Child Theme তৈরি ও কাস্টম CSS ব্যবহার  
১০ Essential Plugins ইনস্টল: SEO, Cache, Security, Contact Form  
১১ Page Builders ব্যবহার: Elementor, Gutenberg, Divi  
১২ Header, Footer, Sidebar কাস্টমাইজেশন  
১৩ Responsive Design: Mobile, Tablet, Desktop Preview ও Adjust করা  
১৪ Slider, Gallery, Testimonials যোগ করা  
১৫ ছোট প্রজেক্ট তৈরি: Personal Portfolio বা Blog Website  

পর্ব ৩: অ্যাডভান্সড ফাংশনালিটি (দিন ১৬–২৫)

দিন টাস্ক সম্পন্ন ✅
১৬ WooCommerce ইন্সটল ও কনফিগার করা  
১৭ Product Listing, Categories, Attributes, Variations  
১৮ Payment Gateways Setup: PayPal, Stripe, Bank Transfer  
১৯ Shipping Methods ও Tax Setup  
২০ SEO Best Practices: Yoast SEO/RankMath ব্যবহার  
২১ Speed Optimization: Cache, Image Optimization, Lazy Load  
২২ Security Setup: Login Protection, Firewall, Backup Plugins  
২৩ Contact Forms, Newsletter Signup, Popup Setup  
২৪ Analytics: Google Analytics, Search Console Integration  
২৫ Medium প্রজেক্ট: ছোট eCommerce বা Service Website তৈরি  

পর্ব ৪: প্রফেশনাল স্কিল & ডিপ্লয়মেন্ট (দিন ২৬–৩০)

দিন টাস্ক সম্পন্ন ✅
২৬ Custom CSS/JS দিয়ে ওয়েবসাইট কাস্টমাইজেশন  
২৭ Child Theme এবং Page Builders ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন  
২৮ Website Migration: Localhost থেকে Live Hosting এ Upload করা  
২৯ Final Testing: Responsive, Speed, Security, Forms  
৩০ Complete Website তৈরি ও Publish করা, Portfolio/ Freelancing Profile Update করা  

💡 নোটস:

  • প্রতিদিন অন্তত ১–২ ঘণ্টা প্র্যাকটিস করো।

  • ছোট প্রজেক্ট বানাও, পরে বড় ও কমপ্লেক্স প্রজেক্টে যাও।

  • Page Builders, Plugins ও Themes প্র্যাকটিস দিয়ে হাতে অভ্যাস তৈরি করো।

ভাই, আমি এ বিষয়ে আরো অনেক কিছু জানতে চাই...

Scroll to Top