৩০-দিনের স্টেপ-বাই-স্টেপ টাস্ক লিস্ট (ইমেইল মার্কেটিং)
দিন ১ — ফাউন্ডেশন ও লক্ষ্য নির্ধারণ
-
কাজ: ইমেইল মার্কেটিং কি, কোন ধরনের ইমেইল আছে (newsletter, promo, transactional, drip) দ্রুত রিক্যাপ পড়ুন।
-
ডেলিভারেবল: নিজের শেখার লক্ষ্য লিখুন (উদাহরণ: ৩০ দিনে একটি welcome series + প্রথম campaign চালাবো)।
দিন ২ — প্ল্যাটফর্ম সিলেকশন ও অ্যাকাউন্ট
-
কাজ: 2–3 ইমেইল সার্ভিস প্রোভাইডার (Mailchimp, MailerLite, ConvertKit ইত্যাদি) রিভিউ করে একটি বেছে নিন। একটি ফ্রি অ্যাকাউন্ট খুলুন।
-
ডেলিভারেবল: সার্ভিস এবং অ্যাকাউন্টের স্ক্রিনশট।
দিন ৩ — টার্মিনোলজি ও ক্যানভাস
-
কাজ: Open Rate, CTR, Bounce, Unsubscribe, Deliverability, SPF/DKIM বোঝুন। আপনার প্রথম campaign-এর উদ্দেশ্য লিখুন (lead gen/ sales/ engagement)।
-
ডেলিভারেবল: ১-প্যারার campaign goal।
দিন ৪ — ডোমেইন অথেনটিকেশন (বেসিক)
দিন ৫ — লিস্ট স্ট্রাকচার ও সেগমেন্টেশনের পরিকল্পনা
-
কাজ: কন্টাক্ট ফিল্ড (name, email, source, interest, tags) আর সেগমেন্ট কিভাবে করবেন তা পরিকল্পনা করুন।
-
ডেলিভারেবল: কন্টাক্ট ফিল্ডস + 3টি সম্ভাব্য সেগমেন্ট (উদাহরণ: New leads, Active customers, Dormant users)।
দিন ৬ — লিড ম্যাগনেট আইডিয়া তৈরি
-
কাজ: ১টি lead magnet ভাবুন (checklist, mini-ebook, discount) এবং এর আকার/ফর্ম্যাট নির্ধারণ করুন।
-
ডেলিভারেবল: lead magnet заголовок + short description।
দিন ৭ — সাইন-আপ ফর্ম ও ল্যান্ডিং পেজ
দিন ৮ — ওয়েলকাম ইমেইল (Single) লিখুন ও অটোমেট করুন
-
কাজ: সরাসরি welcome ইমেইল লেখুন (subject, preheader, 150–250 শব্দ) এবং double opt-in/ welcome automation চালু করুন।
-
ডেলিভারেবল: send করা welcome ইমেইল টেক্সট + automation screenshot।
দিন ৯ — কপি-রাইটিং বেসিক: সাবজেক্ট লাইন
দিন ১০ — প্রথম Newsletter কনটেন্ট লিখুন
দিন ১১ — ইমেইল টেমপ্লেট ও ডিজাইন
-
কাজ: ESP-এর template editor এ 1টি clean template বানান (header, body, CTA, footer)।
-
ডেলিভারেবল: template screenshot + template saved name।
দিন ১২ — কন্টেন্ট ক্যালেন্ডার (১ মাস)
দিন ১৩ — সেগমেন্টেড কন্টেন্ট আইডিয়া
দিন ১৪ — Automation sequence পরিকল্পনা (Welcome series)
-
কাজ: ৩–৫ ইমেইলের welcome/nurture sequence এর flow নিয়ে একটি diagram/তালিকা তৈরি করুন (day 0, day 2, day 7…)।
-
ডেলিভারেবল: welcome sequence flowchart/list।
দিন ১৫ — Automation সেটআপ: Welcome Series বানান
দিন ১৬ — ইমেইল পার্সোনালাইজেশন ও টেগিং
-
কাজ: নাম, interest বা behavior অনুযায়ী personalization token ব্যবহার করে ২টি ইমেইল আপডেট করুন।
-
ডেলিভারেবল: personalization applied example।
দিন ১৭ — A/B টেস্ট ছক তৈরি ও চালানো
দিন ১৮ — সেগমেন্ট-ভিত্তিক ক্যাম্পেইন পাঠান (প্র্যাকটিস)
-
কাজ: ১টি ছোট promo/newsletter নিন, একটি সেগমেন্টে পাঠান (≤৫০০ contact)।
-
ডেলিভারেবল: campaign send confirmation + quick metrics (initial opens)।
দিন ১৯ — ডেলিভারিবিলিটি বেটার করা (বেসিক)
-
কাজ: sender name, from address, unsubscribe link, plain-text version ঠিক আছে কিনা চেক করুন; clean list নিরাপত্তা নোট করুন।
-
ডেলিভারেবল: deliverability checklist পূরণ করে দেখান।
দিন ২০ — মেট্রিক্স পড়া: রিপোর্টিং বেসিক
-
কাজ: একটি campaign-এর Open Rate, CTR, Bounce, Unsubscribe কীভাবে দেখা হয় তা অনুশীলন করুন।
-
ডেলিভারেবল: এক campaign report screenshot + 3 insight (কি ভালো/কি খারাপ)।
দিন ২১ — লিস্ট হাইজিনিং (List Hygiene)
দিন ২২ — রি-এঙ্গেজমেন্ট অটোমেশন বানান
-
কাজ: ২-ইমেইলের re-engagement sequence বানান (subject, offer, final removal)।
-
ডেলিভারেবল: automation saved + copy drafts।
দিন ২৩ — আর্ট অব CTA & ল্যান্ডিং পেজ কনভার্সন
দিন ২৪ — সিকিউরিটি ও কমপ্লায়েন্স চেক
-
কাজ: CAN-SPAM/GDPR বেসিক চেকলিস্ট অনুসরণ করুন (unsubscribe visible, consent record)।
-
ডেলিভারেবল: compliance checklist টিক করা আইটেমস।
দিন ২৫ — ইমেইল সিরিজ অপটিমাইজেশন (বেসিক এনালাইসিস)
দিন ২৬ — ইন্টিগ্রেশন (CRM/Shop/Ecom) বেসিক
দিন ২৭ —পারফর্ম্যান্স বুস্টিং: সেগমেন্টেড অফার
দিন ২৮ — অ্যানালাইটিক্স ডিপ ডাইভ
দিন ২৯ — স্কেলিং প্ল্যান ও অটোমেশন রিফাইন
-
কাজ: successful sequence/ campaign থেকে scale করার জন্য plan লিখুন (frequency, list growth, paid acquisition)।
-
ডেলিভারেবল: 30/60/90-day scaling plan।
দিন ৩০ — ফাইনাল প্রজেক্ট: এন্ড-টু-এন্ড ক্যাম্পেইন
দ্রুত টিপস (সংক্ষেপে)
-
প্রতিদিন ডেটা/মেট্রিকস নোট করুন — weekly review করবেন।
-
small list দিয়ে টেস্ট করুন, তারপর scale করুন।
-
সাবজেক্ট লাইনে স্প্যাম শব্দ এড়ান; preheader ব্যবহার করুন।
-
সবসময় unsubscribe লিঙ্ক রাখুন ও permission-based marketing বলুন।
মেট্রিক্স যা নিয়মিত দেখে রাখবেন
-
Open Rate, Click-Through Rate (CTR), Conversion Rate, Bounce Rate, Unsubscribe Rate, Spam Complaints।
প্রস্তাবিত টুলস (শুরু করার জন্য)
-
ESP: Mailchimp / MailerLite / ConvertKit
-
Landing & Forms: Leadpages / Carrd / MailerLite Pages / WordPress
-
Integrations: Zapier, Google Sheets, Shopify/WooCommerce (যদি প্রযোজ্য)
-
Analytics: ESP built-in reports + Google Analytics (landing page tracking)