ইমেইল মার্কেটিং

ইমেইল মার্কেটিং

ইমেইল মার্কেটিং একটি শক্তিশালী ডিজিটাল মার্কেটিং কৌশল যা ব্যবসার বিক্রয় ও গ্রাহকদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে। একজন ইমেইল মার্কেটার হিসেবে আপনাকে ইমেইল টেমপ্লেট ডিজাইন, কনটেন্ট রাইটিং, অডিয়েন্স সেগমেন্টেশন এবং অ্যানালিটিকস বোঝার দক্ষতা থাকতে হবে। মেইলচিম্প এবং সেন্ডইনব্লুর মতো প্ল্যাটফর্মগুলো এই কাজের জন্য জনপ্রিয়।

সুবিধা

  • সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানো
  • ROI (Return on Investment) পরিমাপ করা সহজ
  • দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি।

অসুবিধা/চ্যালেঞ্জেস

  • স্প্যাম ফোল্ডারে যাওয়ার ঝুঁকি
  • ইমেইল লিস্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ
  • কনটেন্ট তৈরি করা।
  • ইমেইল ডেলিভারিবিলিটি
  • সাবজেক্ট লাইন অপটিমাইজেশন
  • অডিয়েন্স সেগমেন্টেশন।

সম্ভাব্য আয় শুরু

৪-৮ মাস (নিয়মিত কাজ করলে)

প্রয়োজনীয় টুলস

Mailchimp, Sendinblue, AWeber, ConvertKit

📧 ইমেইল মার্কেটিং শেখার ৩০ দিনের রোডম্যাপ


✅ ১ম সপ্তাহ (দিন ১–৭): বেসিক ও ফাউন্ডেশন

দিন ১: ইমেইল মার্কেটিং কী, কেন দরকার, এর ROI ও ব্যবহার ক্ষেত্র শিখুন।
দিন ২: ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো (Mailchimp, MailerLite, ConvertKit, ActiveCampaign, Klaviyo) সম্পর্কে জানুন।
দিন ৩: Email Marketing Funnel বুঝুন (Lead Magnet → Landing Page → Email List → Campaign → Conversion)।
দিন ৪: ইমেইল মার্কেটিংয়ের বিভিন্ন ধরণ শিখুন (Newsletter, Promotional, Automated, Transactional)।
দিন ৫: List Building Basics শিখুন (Opt-in Forms, Pop-ups, Landing Pages)।
দিন ৬: GDPR, CAN-SPAM ও Permission-based Marketing এর নিয়ম-কানুন জানুন।
দিন ৭: Mailchimp/MailerLite-এ অ্যাকাউন্ট খুলুন ও Dashboard ঘুরে দেখুন।


✅ ২য় সপ্তাহ (দিন ৮–১৪): টেকনিক্যাল সেটআপ ও লিস্ট বিল্ডিং

দিন ৮: Domain Authentication (SPF, DKIM, DMARC) শিখুন।
দিন ৯: Contact Import/Export এবং Audience Segmentation শিখুন।
দিন ১০: Lead Magnet তৈরি করুন (Free eBook, Checklist, Discount Coupon)।
দিন ১১: Landing Page ডিজাইন শিখুন (Mailchimp/MailerLite-এ)।
দিন ১২: Sign-up Form ও Pop-up Form তৈরি করুন।
দিন ১৩: Double Opt-in এবং Welcome Email Automation সেটআপ করুন।
দিন ১৪: আপনার প্রথম ৫০–১০০ কন্টাক্ট সংগ্রহের পরিকল্পনা করুন (Friends, Website Visitors, Social Media)।


✅ ৩য় সপ্তাহ (দিন ১৫–২১): ইমেইল কনটেন্ট ও অটোমেশন

দিন ১৫: Copywriting Basics শিখুন (Subject Line, CTA, Personalization)।
দিন ১৬: একটি ভালো Newsletter লিখুন (সংক্ষিপ্ত, ভ্যালু-ড্রিভেন, CTA সহ)।
দিন ১৭: Automation Sequences শিখুন (Welcome Series, Nurture Series)।
দিন ১৮: Promotional Campaign লিখুন (Discount, Limited Time Offer)।
দিন ১৯: A/B Testing শিখুন (Subject line vs Content)।
দিন ২০: Personalization (First Name, Behavior-based Tagging) শিখুন।
দিন ২১: Automation Workflow তৈরি করুন (e.g., 5-email Welcome Series)।


✅ ৪র্থ সপ্তাহ (দিন ২২–৩০): অ্যানালিটিক্স, স্কেলিং ও প্রফেশনাল প্র্যাকটিস

দিন ২২: Email Deliverability শিখুন (Inbox vs Spam, Bounce rate কমানো)।
দিন ২৩: Email Analytics মাপুন (Open Rate, CTR, Conversion Rate, Unsubscribers)।
দিন ২৪: Campaign Report বিশ্লেষণ করুন ও ইমেইল ইমপ্রুভ করুন।
দিন ২৫: List Cleaning করুন (Inactive বা Fake emails রিমুভ করুন)।
দিন ২৬: Advanced Segmentation (Behavior, Interest, Purchase history)।
দিন ২৭: Drip Campaign তৈরি করুন (Lead nurturing এর জন্য)।
দিন ২৮: বিভিন্ন নীচে প্র্যাকটিস করুন (E-commerce, Coaching, Blogging)।
দিন ২৯: একটি ফাইনাল প্রজেক্ট করুন – Lead Magnet → Landing Page → Sign-up Form → Automation → Campaign → Report।
দিন ৩০: Portfolio তৈরি করুন (2–3 Complete Campaign Screenshot + Report) → Upwork/Fiverr এ Gig সেটআপ করুন।


🎯 শেখার জন্য রিসোর্স

  • YouTube চ্যানেল: Neil Patel, HubSpot, Mailchimp Tutorials।

  • ব্লগ/গাইড: HubSpot Academy, Mailchimp Learning Resources।

  • ফ্রি কোর্স: MailerLite Academy, HubSpot Free Email Marketing Certification।

৩০-দিনের স্টেপ-বাই-স্টেপ টাস্ক লিস্ট (ইমেইল মার্কেটিং)

দিন ১ — ফাউন্ডেশন ও লক্ষ্য নির্ধারণ

  • কাজ: ইমেইল মার্কেটিং কি, কোন ধরনের ইমেইল আছে (newsletter, promo, transactional, drip) দ্রুত রিক্যাপ পড়ুন।

  • ডেলিভারেবল: নিজের শেখার লক্ষ্য লিখুন (উদাহরণ: ৩০ দিনে একটি welcome series + প্রথম campaign চালাবো)।

দিন ২ — প্ল্যাটফর্ম সিলেকশন ও অ্যাকাউন্ট

  • কাজ: 2–3 ইমেইল সার্ভিস প্রোভাইডার (Mailchimp, MailerLite, ConvertKit ইত্যাদি) রিভিউ করে একটি বেছে নিন। একটি ফ্রি অ্যাকাউন্ট খুলুন।

  • ডেলিভারেবল: সার্ভিস এবং অ্যাকাউন্টের স্ক্রিনশট।

দিন ৩ — টার্মিনোলজি ও ক্যানভাস

  • কাজ: Open Rate, CTR, Bounce, Unsubscribe, Deliverability, SPF/DKIM বোঝুন। আপনার প্রথম campaign-এর উদ্দেশ্য লিখুন (lead gen/ sales/ engagement)।

  • ডেলিভারেবল: ১-প্যারার campaign goal।

দিন ৪ — ডোমেইন অথেনটিকেশন (বেসিক)

  • কাজ: আপনার used-from ইমেইল-এর জন্য SPF ও DKIM সম্পর্কে বেসিক জেনে রাখুন; যদি সম্ভব DNS এ সেটআপ চেষ্টা করুন বা provider docs নোট করুন।

  • ডেলিভারেবল: SPF/DKIM সেটআপ চেকলিস্ট।

দিন ৫ — লিস্ট স্ট্রাকচার ও সেগমেন্টেশনের পরিকল্পনা

  • কাজ: কন্টাক্ট ফিল্ড (name, email, source, interest, tags) আর সেগমেন্ট কিভাবে করবেন তা পরিকল্পনা করুন।

  • ডেলিভারেবল: কন্টাক্ট ফিল্ডস + 3টি সম্ভাব্য সেগমেন্ট (উদাহরণ: New leads, Active customers, Dormant users)।

দিন ৬ — লিড ম্যাগনেট আইডিয়া তৈরি

  • কাজ: ১টি lead magnet ভাবুন (checklist, mini-ebook, discount) এবং এর আকার/ফর্ম্যাট নির্ধারণ করুন।

  • ডেলিভারেবল: lead magnet заголовок + short description।

দিন ৭ — সাইন-আপ ফর্ম ও ল্যান্ডিং পেজ

  • কাজ: আপনার ESP তে একটি sign-up form এবং একটি সাধারন landing page (or form embed) তৈরি করুন।

  • ডেলিভারেবল: live/preview link বা form screenshot।

দিন ৮ — ওয়েলকাম ইমেইল (Single) লিখুন ও অটোমেট করুন

  • কাজ: সরাসরি welcome ইমেইল লেখুন (subject, preheader, 150–250 শব্দ) এবং double opt-in/ welcome automation চালু করুন।

  • ডেলিভারেবল: send করা welcome ইমেইল টেক্সট + automation screenshot।

দিন ৯ — কপি-রাইটিং বেসিক: সাবজেক্ট লাইন

  • কাজ: ভালো subject line কেমন হওয়া উচিত শিখুন; ১০টি subject line লিখে A/B টেস্টের পরিকল্পনা করুন।

  • ডেলিভারেবল: 10 subject line + 1 A/B test plan।

দিন ১০ — প্রথম Newsletter কনটেন্ট লিখুন

  • কাজ: ১টি ভ্যালু-ফার্স্ট nieuwsbrief লিখুন (intro + 2 value points + CTA)।

  • ডেলিভারেবল: newsletter email সম্পূর্ণ ড্রাফট।

দিন ১১ — ইমেইল টেমপ্লেট ও ডিজাইন

  • কাজ: ESP-এর template editor এ 1টি clean template বানান (header, body, CTA, footer)।

  • ডেলিভারেবল: template screenshot + template saved name।

দিন ১২ — কন্টেন্ট ক্যালেন্ডার (১ মাস)

  • কাজ: ৪টি newsletter + ২টি promotional + ১টি recap type অন্তর্ভুক্ত করে ১ মাসের ইমেইল ক্যালেন্ডার বানান।

  • ডেলিভারেবল: ১-পাতার content calendar।

দিন ১৩ — সেগমেন্টেড কন্টেন্ট আইডিয়া

  • কাজ: আগে তৈরি সেগমেন্ট অনুযায়ী ২টি ভিন্ন কনটেন্ট টেমপ্লেট লিখুন (New leads vs Active customers)।

  • ডেলিভারেবল: 2 segment-specific email drafts।

দিন ১৪ — Automation sequence পরিকল্পনা (Welcome series)

  • কাজ: ৩–৫ ইমেইলের welcome/nurture sequence এর flow নিয়ে একটি diagram/তালিকা তৈরি করুন (day 0, day 2, day 7…)।

  • ডেলিভারেবল: welcome sequence flowchart/list।

দিন ১৫ — Automation সেটআপ: Welcome Series বানান

  • কাজ: দিন-১৪ এর sequence ESP-এ তৈরি করে live/save as draft করুন; ট্রিগার ও delays ঠিক করুন।

  • ডেলিভারেবল: automation screenshot (active/draft)।

দিন ১৬ — ইমেইল পার্সোনালাইজেশন ও টেগিং

  • কাজ: নাম, interest বা behavior অনুযায়ী personalization token ব্যবহার করে ২টি ইমেইল আপডেট করুন।

  • ডেলিভারেবল: personalization applied example।

দিন ১৭ — A/B টেস্ট ছক তৈরি ও চালানো

  • কাজ: subject line vs send time বা content variation টেস্ট করার জন্য ১টি A/B টেস্ট কনফিগার করুন।

  • ডেলিভারেবল: A/B test setup screenshot + hypothesis লিখুন।

দিন ১৮ — সেগমেন্ট-ভিত্তিক ক্যাম্পেইন পাঠান (প্র্যাকটিস)

  • কাজ: ১টি ছোট promo/newsletter নিন, একটি সেগমেন্টে পাঠান (≤৫০০ contact)।

  • ডেলিভারেবল: campaign send confirmation + quick metrics (initial opens)।

দিন ১৯ — ডেলিভারিবিলিটি বেটার করা (বেসিক)

  • কাজ: sender name, from address, unsubscribe link, plain-text version ঠিক আছে কিনা চেক করুন; clean list নিরাপত্তা নোট করুন।

  • ডেলিভারেবল: deliverability checklist পূরণ করে দেখান।

দিন ২০ — মেট্রিক্স পড়া: রিপোর্টিং বেসিক

  • কাজ: একটি campaign-এর Open Rate, CTR, Bounce, Unsubscribe কীভাবে দেখা হয় তা অনুশীলন করুন।

  • ডেলিভারেবল: এক campaign report screenshot + 3 insight (কি ভালো/কি খারাপ)।

দিন ২১ — লিস্ট হাইজিনিং (List Hygiene)

  • কাজ: inactive emails শনাক্ত করুন (≥90 দিন inactivity) এবং re-engagement sequence পরিকল্পনা করুন।

  • ডেলিভারেবল: inactive list count + re-engagement email draft।

দিন ২২ — রি-এঙ্গেজমেন্ট অটোমেশন বানান

  • কাজ: ২-ইমেইলের re-engagement sequence বানান (subject, offer, final removal)।

  • ডেলিভারেবল: automation saved + copy drafts।

দিন ২৩ — আর্ট অব CTA & ল্যান্ডিং পেজ কনভার্সন

  • কাজ: ইমেইলের CTA কিভাবে ল্যান্ডিং পেজে কনভার্ট করবে তা অপ্টিমাইজ করুন; ১টি landing page update করুন।

  • ডেলিভারেবল: improved CTA + landing page screenshot।

দিন ২৪ — সিকিউরিটি ও কমপ্লায়েন্স চেক

  • কাজ: CAN-SPAM/GDPR বেসিক চেকলিস্ট অনুসরণ করুন (unsubscribe visible, consent record)।

  • ডেলিভারেবল: compliance checklist টিক করা আইটেমস।

দিন ২৫ — ইমেইল সিরিজ অপটিমাইজেশন (বেসিক এনালাইসিস)

  • কাজ: welcome series-এর রেসপন্স বিশ্লেষণ করে ২টি কন্টেন্ট পরিবর্তন পরিকল্পনা করুন।

  • ডেলিভারেবল: 2 optimization actions।

দিন ২৬ — ইন্টিগ্রেশন (CRM/Shop/Ecom) বেসিক

  • কাজ: ESP কে Google Sheets / WooCommerce / Shopify বা Zapier-এর সাথে কিভাবে কনেক্ট করা যায় তা অনুশীলন করুন। (mock integration)

  • ডেলিভারেবল: integration guide note + screenshot (if set)。

দিন ২৭ —পারফর্ম্যান্স বুস্টিং: সেগমেন্টেড অফার

  • কাজ: এক সেগমেন্টে নির্দিষ্ট অফার (discount/bonus) পাঠান এবং conversion লক্ষ্য দিন।

  • ডেলিভারেবল: campaign plan + expected conversion metric।

দিন ২৮ — অ্যানালাইটিক্স ডিপ ডাইভ

  • কাজ: ৩টি sent campaign নিয়ে comparative analysis করুন (which subject/time/segment worked)।

  • ডেলিভারেবল: short report: 3 findings + recommended next steps।

দিন ২৯ — স্কেলিং প্ল্যান ও অটোমেশন রিফাইন

  • কাজ: successful sequence/ campaign থেকে scale করার জন্য plan লিখুন (frequency, list growth, paid acquisition)।

  • ডেলিভারেবল: 30/60/90-day scaling plan।

দিন ৩০ — ফাইনাল প্রজেক্ট: এন্ড-টু-এন্ড ক্যাম্পেইন

  • কাজ: Lead magnet → Landing page → Signup → Welcome sequence → ১টি promo campaign → Report (সবকিছু চালিয়ে দেখুন)।

  • ডেলিভারেবল: full campaign summary (screenshots + key metrics + what you learned)।


দ্রুত টিপস (সংক্ষেপে)

  • প্রতিদিন ডেটা/মেট্রিকস নোট করুন — weekly review করবেন।

  • small list দিয়ে টেস্ট করুন, তারপর scale করুন।

  • সাবজেক্ট লাইনে স্প্যাম শব্দ এড়ান; preheader ব্যবহার করুন।

  • সবসময় unsubscribe লিঙ্ক রাখুন ও permission-based marketing বলুন।

মেট্রিক্স যা নিয়মিত দেখে রাখবেন

  • Open Rate, Click-Through Rate (CTR), Conversion Rate, Bounce Rate, Unsubscribe Rate, Spam Complaints।

প্রস্তাবিত টুলস (শুরু করার জন্য)

  • ESP: Mailchimp / MailerLite / ConvertKit

  • Landing & Forms: Leadpages / Carrd / MailerLite Pages / WordPress

  • Integrations: Zapier, Google Sheets, Shopify/WooCommerce (যদি প্রযোজ্য)

  • Analytics: ESP built-in reports + Google Analytics (landing page tracking)

ভাই, আমি এ বিষয়ে আরো অনেক কিছু জানতে চাই...

Scroll to Top