KDP ইন্টেরিয়র ডিজাইন

KDP ইন্টেরিয়র ডিজাইন

KDP (Kindle Direct Publishing) ইন্টেরিয়র ডিজাইন হলো আমাজনের একটি প্ল্যাটফর্মে বইয়ের ভেতরের অংশ ডিজাইন করে বিক্রি করা। এই কাজের জন্য সাধারণত কোনো টেক্সট বা কনটেন্ট লেখার প্রয়োজন হয় না। আপনি ক্যানভা, অ্যাডোব ইনডিজাইন বা পাওয়ারপয়েন্টের মতো টুল ব্যবহার করে সুন্দর এবং কার্যকরী ডিজাইন তৈরি করতে পারেন। এই স্কিলে সফল হতে হলে আপনাকে ডিজাইন ট্রেন্ড এবং কাস্টমারের চাহিদা বুঝতে হবে।

সুবিধা

  • একবার ডিজাইন তৈরি করে একাধিকবার বিক্রি করা
  • প্যাসিভ আয়ের সম্ভাবনা
  • কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই।

অসুবিধা/চ্যালেঞ্জেস

  • প্রতিযোগিতামূলক বাজার
  • ডিজাইন ট্রেন্ডের সাথে তাল মেলানো
  • মানসম্পন্ন ডিজাইন তৈরি।
  • কপিরাইট ইস্যু এড়ানো
  • নির্দিষ্ট আকারের ডিজাইন তৈরি করা
  • কীওয়ার্ড রিসার্চ।

সম্ভাব্য আয় শুরু

৪-৭ মাস (নিয়মিত কাজ করলে)

প্রয়োজনীয় টুলস

Canva, Adobe InDesign, PowerPoint

🗓️ ৩০ দিনের রোডম্যাপ – KDP Interior Design শেখা

১ম সপ্তাহ (দিন ১–৭): বেসিক ও টুলস

  • দিন ১: KDP কী, Low Content Book (Notebook, Journal, Planner) কী – রিসার্চ করুন।

  • দিন ২: Amazon KDP-এর interior requirements (Trim size, Bleed, Margins, Page count, PDF format) শিখুন।

  • দিন ৩: Canva, Adobe Illustrator, Affinity Publisher, PowerPoint – কোন সফটওয়্যার ব্যবহার করবেন তা বেছে নিন।

  • দিন ৪: Canva/PowerPoint দিয়ে একটি খালি নোটবুক পেজ (lined page) ডিজাইন করুন।

  • দিন ৫: বিভিন্ন trim size প্র্যাকটিস করুন (6×9, 8.5×11, 5×8 ইঞ্চি)।

  • দিন ৬: Bleed ও No Bleed-এর পার্থক্য বোঝার জন্য দুই ধরণের interior তৈরি করুন।

  • দিন ৭: ফ্রি KDP interior টেমপ্লেট ডাউনলোড করে বিশ্লেষণ করুন।


২য় সপ্তাহ (দিন ৮–১৪): বেসিক ডিজাইন প্র্যাকটিস

  • দিন ৮: Lined Notebook interior তৈরি করুন (১০০ পৃষ্ঠা)।

  • দিন ৯: Blank Journal (sketchbook/drawing book) interior তৈরি করুন।

  • দিন ১০: Dot Grid / Graph Paper interior তৈরি করুন।

  • দিন ১১: Simple Daily Planner ডিজাইন করুন (Date, To-do, Notes section)।

  • দিন ১২: Weekly Planner লেআউট তৈরি করুন (২-পেজ স্প্রেড)।

  • দিন ১৩: Monthly Planner (ক্যালেন্ডার সহ) তৈরি করুন।

  • দিন ১৪: Interior গুলো PDF আকারে export করে KDP specs অনুযায়ী পরীক্ষা করুন।


৩য় সপ্তাহ (দিন ১৫–২১): অ্যাডভান্সড ডিজাইন

  • দিন ১৫: Habit Tracker / Fitness Journal interior ডিজাইন করুন।

  • দিন ১৬: Recipe Book / Meal Planner interior তৈরি করুন।

  • দিন ১৭: Budget Planner / Expense Tracker interior তৈরি করুন।

  • দিন ১৮: Kids activity interior (Maze, Coloring page – free resources ব্যবহার করে) তৈরি করুন।

  • দিন ১৯: Low content বইয়ের popular niche research করুন (Self-help, Gratitude Journal, Prayer Journal)।

  • দিন ২০: একাধিক interior মিলিয়ে একটি complete planner তৈরি করুন।

  • দিন ২১: Interiors professional দেখানোর জন্য page numbers, headers, design elements যোগ করুন।


৪র্থ সপ্তাহ (দিন ২২–৩০): পাবলিশিং ও প্রফেশনাল টাচ

  • দিন ২২: Ready-made templates কাস্টমাইজ করার প্র্যাকটিস করুন।

  • দিন ২৩: Multi-niche product বানান (যেমন: Fitness + Meal Planner)।

  • দিন ২৪: Cover design এবং interior matching-এর জন্য style consistency প্র্যাকটিস করুন।

  • দিন ২৫: একটি complete Gratitude Journal project তৈরি করুন (interior + cover)।

  • দিন ২৬: KDP Previewer-এ interior test করুন।

  • দিন ২৭: Metadata, Keywords, Categories research করুন (Amazon bestsellers চেক করুন)।

  • দিন ২৮: Amazon KDP-তে একটি dummy project upload করুন (publish না করে save as draft রাখুন)।

  • দিন ২৯: Quality check: Bleed issues, margins, fonts, readability রিভিউ করুন।

  • দিন ৩০: একটি complete Low Content Book (interior + cover + metadata) প্রকাশ করুন। 🎉


🎯 শেখার জন্য রিসোর্স

  • YouTube চ্যানেল: Paul Marles, StackinProfit, Creative Fabrica KDP tutorials।

  • টুলস: Canva Pro, PowerPoint, Affinity Publisher, Creative Fabrica (interior elements)।

  • প্র্যাকটিস: Amazon-এ bestsellers browse করে তাদের interiors রিভিউ করুন।


👉 এই ৩০ দিনের রোডম্যাপ শেষে আপনি নিজের হাতে Professional KDP Interiors তৈরি ও পাবলিশ করতে পারবেন।

আপনি চাইলে আমি এটাকে চেকলিস্ট আকারে Excel/PDF Planner বানিয়ে দিতে পারি যাতে প্রতিদিন টিক চিহ্ন দিতে পারেন। আপনি কি চান আমি সেটা তৈরি করে দিই?

KDP ইন্টেরিয়র ডিজাইন — ৩০ দিনের স্টেপ-বাই-স্টেপ টাস্ক লিস্ট 📚


দিন ১ — পরিকল্পনা & নীচ রিসার্চ

  • কাজ: KDP ও Low-Content বই (notebooks, journals, planners) কী তা রিসার্চ করুন; একই ক্যাটাগরির ১০টা স্ন্যাপশট সেভ করুন (Amazon listing screenshot)।

  • করুণ: 5টি সম্ভাব্য নীচ (niche) লিস্ট করুন (উদাহরণ: Gratitude Journal, Fitness Planner)।

  • ডেলিভারেবল: 10-আইটেম নীচ লিস্ট + 3টি প্রতিদ্বন্দ্বী লিস্টিংের স্ক্রিনশট।

দিন ২ — KDP ফাইল ও সাইজ বেসিক (মেনে চলার কথা)

  • কাজ: সাধারণ trim sizes তালিকাভুক্ত করুন (6×9, 5×8, 8.5×11 ইত্যাদি) এবং bleed vs non-bleed ধারণা বুঝুন।

  • করুণ: আপনি কোন সাইজে কাজ শুরু করবেন ঠিক করুন।

  • ডেলিভারেবল: চিহ্নিত করা primary trim size + একটি short note (bleed লাগবে কি না)।

দিন ৩ — টুলস সেটআপ & টেমপ্লেট তৈরি

  • কাজ: আপনার টুলে (Canva/PowerPoint/Affinity/ID) একটি মাষ্টার টেমপ্লেট ফাইল তৈরি করুন — পেজ সাইজ, মার্জিন, গাইডলাইন সেট করুন।

  • করুণ: একটি ফোল্ডার স্ট্রাকচার বানান (interior, covers, assets, exports)।

  • ডেলিভারেবল: এক পেজ master template ফাইল saved।

দিন ৪ — Lined Notebook — 1 পেজ (প্র্যাকটিস)

  • কাজ: 1টি lined page ডিজাইন করুন (header/footer optional), লাইনের উচ্চতা ও left/right margins ঠিক করুন।

  • করুণ: পেজটি PDF এক্সপোর্ট করে পেজ সাইজ চেক করুন।

  • ডেলিভারেবল: 1-page PDF (exported)।

দিন ৫ — Lined Notebook — পূর্ণ interior (৩৬–১০০ পৃষ্ঠা)

  • কাজ: একই পেজ duplicate করে 36/100 পেজ PDF তৈরি করুন; পেজ নম্বর বসাবেন কিনা ঠিক করুন।

  • করুণ: page ordering ঠিক আছে কি না যাচাই করুন।

  • ডেলিভারেবল: 36/100-page interior PDF।

দিন ৬ — Dot-grid & Graph paper interiors

  • কাজ: dot-grid পৃষ্ঠা এবং graph paper (squared) পৃষ্ঠা ডিজাইন করুন।

  • করুণ: 2টি ভিন্ন গ্রিড spacing চেষ্টা করুন।

  • ডেলিভারেবল: dot-grid PDF + graph PDF (প্রতিটি 30–100 পেজ)।

দিন ৭ — Blank / Sketchbook interior & bleed প্র্যাকটিস

  • কাজ: full-bleed blank interior তৈরি করুন (ইমেজ/ব্ল্যাঙ্ক পেজ)। Bleed দিয়ে export করে পেজ trim ভেতরে কেমন দেখা যাচ্ছে পরীক্ষা করুন।

  • ডেলিভারেবল: bleed ও non-bleed দুইটি PDF নমুনা।

দিন ৮ — Daily Planner (single page layout)

  • কাজ: Daily planner পেজ ডিজাইন — date, priorities, schedule, to-do, notes, habit checkbox ইত্যাদি।

  • ডেলিভারেবল: 1-day planner page + 30-page set PDF।

দিন ৯ — Weekly Planner (2-page spread)

  • কাজ: 2-page spread weekly layout তৈরি করুন (left = week overview, right = notes)।

  • ডেলিভারেবল: 52-week spread (print-ready পেজ) বা 104 পেজ PDF।

দিন ১০ — Monthly Calendar page (এক মাসের ক্যালেন্ডার)

  • কাজ: মাসিক ক্যালেন্ডার গ্রিড ডিজাইন করুন (সাদা/রঙিন সংস্করণ)।

  • ডেলিভারেবল: 12 মাসের ক্যালেন্ডার interior বা 24 পেজ PDF।

দিন ১১ — Habit Tracker ও Goal Planner পাতা

  • কাজ: habit tracker, weekly goal, monthly review পেজ ডিজাইন করুন।

  • ডেলিভারেবল: habit tracker + monthly review পেজ set (PDF)।

দিন ১২ — Recipe / Meal Planner interior

  • কাজ: recipe layout (title, ingredients, steps, notes, servings, prep time) ডিজাইন করুন।

  • ডেলিভারেবল: 50-page recipe/meal planner PDF।

দিন ১৩ — Budget / Expense Tracker interior

  • কাজ: monthly income, expense lines, savings goal, summary পেজ ডিজাইন।

  • ডেলিভারেবল: 12 মাসের expense tracker PDF।

দিন ১৪ — Guided Journal (prompts) তৈরি

  • কাজ: gratitude / reflection prompts ৩০–১২0 পেজে ভেঙে দিন; decorative elements ব্যবহার করুন।

  • ডেলিভারেবল: 90–120 পেজ guided journal interior PDF।

দিন ১৫ — Kids Activity (coloring, maze, connect-dots)

  • কাজ: 10টি simple activity page ডিজাইন করুন (নিজে ড্র করতে না পারলে royalty-free vectors ব্যবহার করুন)।

  • ডেলিভারেবল: 30-page kids activity book interior PDF।

দিন ১৬ — Project: full Planner (mix of above)

  • কাজ: একটি multi-section planner বানান (monthly + weekly + daily + habit + notes)।

  • ডেলিভারেবল: Complete planner interior (150–200 পেজ) PDF।

দিন ১৭ — Master styles ও consistency

  • কাজ: fonts, headings, paragraph spacing, header/footer style একসাথে সেট করুন; reusable master page বানান।

  • নোট: সাবধান — commercial use fonts ব্যবহার করবেন (লসেন্স চেক করুন)।

  • ডেলিভারেবল: master style guide (short note) + updated template।

দিন ১৮ — Page numbering, headers ও footer কনফিগারেশন

  • কাজ: page numbers, odd/even headers, section breaks টেস্ট করুন।

  • ডেলিভারেবল: numbered interior PDF + proof screenshots।

দিন ১৯ — ইমেজ / ভেক্টর রেজলিউশন ও ল্যাসার প্রিপারেশন

  • কাজ: ইমেজ ব্যবহার করলে 300 DPI/উচ্চ রেজলিউশন রাখুন; ভেক্টরকে embed বা outline করুন।

  • ডেলিভারেবল: একটি পেজ যেখানে image placement ও resolution metadata আছে (proof)।

দিন ২০ — Export checklist & PDF প্রিপারেশন

  • কাজ: export checklist তৈরি করুন — (page size correct, fonts embedded, bleed set, crop marks optional, images high DPI)।

  • করুণ: একটি interior PDF export করে checklist অনুযায়ী পরীক্ষা করুন।

  • ডেলিভারেবল: export-ready PDF + export checklist ফাইল।

দিন ২১ — Cover basics & matching style

  • কাজ: front/back cover ডিজাইন শুরু করুন — interior style/colour-palette এর সাথে মিল রাখুন।

  • নোট: spine width ক্যালকুলেশন পেজ কাউন্ট ও পেপার টাইপ দ্বারা নির্ভরশীল — KDP-এর template/cover calculator ব্যবহারের পরামর্শ রাখুন।

  • ডেলিভারেবল: cover flat (front + back) PNG/PDF।

দিন ২২ — Spine, bleed ও cover export প্র্যাকটিস

  • কাজ: cover কে bleed যুক্ত করে export করুন; front/back alignment চেক করুন।

  • ডেলিভারেবল: print-ready cover PDF।

দিন ২৩ — Metadata & Keyword নোটবুক তৈরি

  • কাজ: title, subtitle, short description, 7–10 backend keywords, possible categories তালিকা করুন।

  • ডেলিভারেবল: 3টি metadata option (A/B/C) — title + 10 keywords + 2 categories each।

দিন ২৪ — Product description ও bullets লিখুন

  • কাজ: প্রোডাক্ট বেনিফিট-ফোকাসড শীর্ষক ও প্যারাগ্রাফ/বুলেট তৈরি করুন (short + long)।

  • ডেলিভারেবল: 1 short + 1 long product description।

দিন ২৫ — Pricing, distribution ও print options বুঝুন

  • কাজ: প্রতিটি listing-এর জন্য price plan করুন; interior page count অনুযায়ী print cost বিবেচনা করুন; distribution options নির্বাচন করুন (Expanded distribution)।

  • ডেলিভারেবল: price sheet (3 price points — low/medium/high)।

দিন ২৬ — KDP-তে ড্রাফট আপলোড (প্র্যাকটিস)

  • কাজ: KDP অ্যাকাউন্টে নতুন paperback listing তৈরি করে — required fields পূরণ করুন, interior PDF ও cover আপলোড করুন (Publish না করে Save as draft)।

  • ডেলিভারেবল: saved draft screenshot।

দিন ২৭ — KDP Previewer চেক & physical proof অর্ডার ভাবা

  • কাজ: KDP previewer-এ interior ও cover মিলছে কি না, trims, bleed, margins ঠিক আছে কি না দেখা। প্রয়োজনে physical proof অর্ডার করুন।

  • ডেলিভারেবল: previewer screenshots + list of fixes (if any)।

দিন ২৮ — লিস্টিং অপটিমাইজেশন (SEO)

  • কাজ: title/keywords tweak করে A/B variations তৈরি করুন; bullets ও description-এ relevant keywords সফলভাবে বসান (but not spam)।

  • ডেলিভারেবল: final metadata ready for publish।

দিন ২৯ — লঞ্চ প্ল্যান & সোশাল শেয়ারিং ম্যাটিরিয়াল

  • কাজ: লঞ্চের জন্য 1-সপ্তাহ সোশাল পোস্ট ক্যাম্পেইন, 3 Instagram/Facebook posts এবং 1 short product video এর স্লাগ লিখুন।

  • ডেলিভারেবল: 1-week launch calendar + 3 ready social captions।

দিন ৩০ — Publish, Review & Scale plan

  • কাজ: একটি বই publish করুন (বা আগে-তৈরি draft থেকে publish করুন)। publish করার পর preview ও listing live চেক করুন।

  • পরের ধাপ: 30 দিন পর sales/reviews বিশ্লেষণ করে iterate করুন; একই template দিয়ে 5টি ভ্যারিয়েশন তৈরি করে scale করুন।

  • ডেলিভারেবল: live listing link (বা publish confirmation) + 30-day scaling plan।


দ্রুত টিপস & চেকলিস্ট (সংক্ষেপে)

  • সবসময় fonts/license চেক করুন (Google Fonts সাধারণত নিরাপদ কিন্তু commercial use চেক করা জরুরি)।

  • ইমেজ হলে 300 DPI, vector হলে outline/embed।

  • PDF export-এ fonts embedded রাখুন।

  • Bleed চাইলে extra bleed margin রাখুন এবং crop marks ব্যবহার করুন।

  • KDP-র লেটেস্ট print specs চেক করুন (Amazon KDP help) — যেই মুহূর্তে পাবলিশ করবেন, KDP previewer-এ সবই চেক করে নেবেন।

  • প্রতি বইয়ের জন্য একটি small launch plan রাখুন (social + paid ad small test)।

ভাই, আমি এ বিষয়ে আরো অনেক কিছু জানতে চাই...

Scroll to Top