ডিম আগে না মুরগি আগে? স্কিল আগে না টাকা আগে?

ভাই, দেখেন! ‘ডিম আগে নাকি মুরগি আগে?’—এই বিতর্ক শুরু করলে এর কোনো শেষ নেই।

কিন্তু একটা সহজ প্রশ্ন করি: ‘স্কিল আগে নাকি টাকা আগে?’—এই প্রশ্নের উত্তর কিন্তু একটা নাবালকও দিতে পারবে, তাই না? অবশ্যই স্কিল আগে!

তাহলে ভাই, এই দ্রুত গতির টেকনোলজির যুগে, যদি কেউ আপনাকে বলে যে কোনো কাজ না শিখে বা দক্ষ না হয়েই আপনি টাকা ইনকাম করতে পারবেন, আর আপনি যদি সেটা বিশ্বাস করে ফেলেন, তাহলে বুঝবেন আপনার ডিজিটাল জ্ঞান বা ডিজিটাল লিটারেসি-তে ঘাটতি আছে।

একটা কথা মনে রাখবেন, ভাই আমার—’অনলাইন মানেই সহজে টাকা ইনকামের পথ’, এই ধারণাটাই পুরোপুরি ভুল। বরং এখানে আরও বেশি মানিয়ে নিতে হয়, শিখতে হয়, আর শিখতে থাকার এই প্রক্রিয়াটা সবসময় ধরে রাখতে হয়!

তাহলে কী করতে হবে? মেহেরবানি করে এই ধাপগুলো অনুসরণ করুন:

  • শুরুতেই যাচাই করুন: প্রথমে আপনাকে যাচাই-বাছাই করে খুঁজে বের করতে হবে, কোন দক্ষতাটা আপনার শেখা উচিত।
  • নির্দিষ্ট দক্ষতা শিখুন: এরপর একটি নির্দিষ্ট দক্ষতা বেছে নিন এবং শেখার প্রক্রিয়াটা ঠিকভাবে অনুসরণ করুন।
  • সফট স্কিল বাড়ান: এবার আপনার দরকার হবে কিছু অতিরিক্ত দক্ষতা (সফট স্কিল), যা আপনার মূল দক্ষতাকে আরও ভালোভাবে কাজে লাগাতে সাহায্য করবে।
  • নীতি মেনে চলুন: আপনি আপনার দক্ষতা বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন, অথবা সেটা ব্যবহার করে নিজের ব্যবসা করতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে একটা অনুরোধ, ভাই: যদি টাকা ইনকামের বেলায় আপনার নৈতিকতা না থাকে, তাহলে দুনিয়ার সব দক্ষতা দিয়েও আপনি কিছুই করতে পারবেন না!
  • গুরুত্বপূর্ণ অভ্যাস: আর সবচেয়ে জরুরি বিষয় হলো, শৃঙ্খলা (Discipline), কঠোর পরিশ্রম (Dedication) আর মানিয়ে নেওয়ার ক্ষমতা (Adaptability) থাকাটা মাস্ট!

ভাই, যদি এগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে টাকা বাই-প্রোডাক্ট হিসেবে এমনিতেই আসবে।

প্লিজ বিশ্বাস করেন, ভাই, আমার মনে হয় – এটাই একমাত্র পথ, এর বাইরে কোনো সহজ সূত্র নেই!

হয়তো এগুলাও আপনার পড়তে ভাল লাগতে পারে

Shiny Object Syndrome – একটা রোগ

ভাই, যদি আপনার মাথায় বারবার ক্যারিয়ার বদলানোর চিন্তা আসে, তাহলে মেহেরবানি করে এই পোস্টটা আপনার জন্য। দেখেন, এখন ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো রিসোর্স আর কাজের

বিস্তারিত >

Fiverr vs Upwork: পার্থক্য কোথায়?

ভাই, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো আসলে দুইটা আলাদা খেলার মতো। Fiverr হচ্ছে ধৈর্য আর ক্লায়েন্ট ধরে রাখার খেলা। Fiverr-এ একটা অ্যাকাউন্ট বড় করতে চাইলে কিছু জিনিস মাথায়

বিস্তারিত >

নতুন কিছু শুরু করতে গিয়ে ভুল কিছু যেন না করি

প্লিজ, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, যদি আপনার মাথায় এমন অনেক আইডিয়া থাকে যেগুলো কখনো শুরু করার সময় পাননি, অথবা এখন আর সেই

বিস্তারিত >
Scroll to Top