ওয়েব ডেভেলপমেন্ট – ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় ওপেন-সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) যা দিয়ে সহজেই ওয়েবসাইট, ব্লগ এবং ই-কমার্স সাইট তৈরি করা যায়। এর জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞান না থাকলেও কাজ করা সম্ভব। থিম ও প্লাগইন ব্যবহার করে সহজেই কাস্টমাইজেশন ও ফাংশনালিটি বাড়ানো যায়।
সুবিধা
- সহজ সেটআপ
- ফ্রি এবং প্রিমিয়াম থিম ও প্লাগইন
- এসইও ফ্রেন্ডলি
- বিশাল কমিউনিটি সাপোর্ট
- ব্লগিং ও ই-কমার্সের জন্য আদর্শ
অসুবিধা/চ্যালেঞ্জ
- নিয়মিত মেইনটেন্যান্স দরকার
- সিকিউরিটি ভলনারেবিলিটি (ঠিকমতো মেইনটেইন না করলে)
- হোস্টিং আলাদা কিনতে হয়
- প্লাগইনের ওপর অতিরিক্ত নির্ভরতা
- কাস্টমাইজেশনের জন্য কিছু টেকনিক্যাল জ্ঞান দরকার
সম্ভাব্য আয় শুরু
৪–৮ মাস (নিয়মিত প্রজেক্ট/কাজ করলে)
প্রযোজ্য টুলস
WordPress, Elementor, WooCommerce, PHP, MySQL, Theme & Plugin Development