ভাই, মেহেরবানি করে একটা কথা বলি, প্লিজ একটূ শুনেন। মেন্টরিং করতে গিয়ে আমি একটা জিনিস বারবার দেখেছি, আমাদের স্টুডেন্টরা সফল হতে পারে না, আর এর বড় কারণ হলো তাদের সিরিয়াসনেসের অভাব।
প্লিজ ভাই, একটূ দেখেন, অধিকাংশেরই এমন একটা ভাবনা থাকে যে মাসে ৪০-৫০ হাজার টাকা ইনকাম করতে হলে শুধু কিছু ট্রিকস জানলেই হবে। আরে ভাই, একটা ৪০-৫০ হাজার টাকার চাকরির জন্য যে পরিমাণ চেষ্টা করতে হয়, তার মাত্র ১০% চেষ্টা করার মানসিকতাও কি আমাদের থাকা উচিত না?
অনেকে কোনোভাবে একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স শেষ করে আসে, আর তাদের মূল টার্গেট থাকে শুধু কিছু ট্রিকস দিয়ে মার্কেটপ্লেসে কাজ পাওয়া। এদেরকে গাইড করে কোনোমতে একটা অর্ডার এনে দিলেও এরা কিন্তু ক্লায়েন্টকে খুশি করতে পারে না। যার কারণে কী হয় জানেন? শুরুতেই অর্ডার বাতিল হয়। আর এই কারণে অ্যাকাউন্টে যে বাজে প্রভাব পড়ে, সেটা আর ঠিক করা সম্ভব হয় না, ভাই।
আর একটা সমস্যা হলো, তাদের অনেকেরই কোনো পোর্টফোলিও থাকে না। তারা ক্লায়েন্টের কাজ করার পর সেটা দিয়ে পোর্টফোলিও বানানোর কথা ভাবে। কিন্তু ভাই, প্লিজ একটু ভাবেন, পোর্টফোলিও না থাকলে তো ক্লায়েন্ট আপনাকে কাজই দেবে না!
আজকের এই সময়ে, সার্ভিস স্কিল আর পোর্টফোলিও—এই দুইটাই কিন্তু আসল। ইংরেজি শেখা সম্ভব, কাজ আনাও কোনো ব্যাপার না। কিন্তু যদি স্কিল ডেভেলপমেন্টে ফাঁকি দেন, তাহলে ভাই, কোনো তাবিজেই কাজ হবে না, প্লিজ মনে রাখবেন।