ভাই, যদি আপনার মাথায় বারবার ক্যারিয়ার বদলানোর চিন্তা আসে, তাহলে মেহেরবানি করে এই পোস্টটা আপনার জন্য।
দেখেন, এখন ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো রিসোর্স আর কাজের সুযোগ আছে যে, কোনটা রেখে কোনটা করবো, এই দ্বিধায় থেকেই অনেকে কিছু শুরু করতে পারছে না।
আমি অনেককে দেখেছি যারা কম দৌড়াদৌড়ি করে, একটা জিনিস নিয়েই লেগে থেকেছে এবং সেই ফিল্ডে ইন্ডাস্ট্রি লিডার হয়েছে। সত্যি বলতে, এদেরকে দেখলে আমার হিংসা হয়! কারণ যখন আমি শুরু করেছিলাম, তখন ভালো রিসোর্স কম ছিল, তাই আমাকে অনেক কিছু ঘাঁটতে হয়েছে।
এর ফলে কী হয়েছে জানেন? অনেকগুলো ইন্ডাস্ট্রির জ্ঞান থাকায় আমার খালি নতুন নতুন জিনিস শিখতে ইচ্ছে করে।
ভাই, যদি আপনি কোম্পানি বানানোর কথা না ভাবেন, তাহলে এত আলাদা আলাদা ডোমেইনের জ্ঞান আসলে আপনাকে আপনার ক্যারিয়ারের পথ থেকে দূরে সরিয়ে দেবে।
তাই প্রথমে একটা নির্দিষ্ট ফিল্ডে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলুন, ইনকাম শুরু করুন। এরপর সেই ইনকামটা ধরে রেখে, সেই ফিল্ডের সাথে সম্পর্কিত অন্য কোনো বিষয়ে দক্ষতা বাড়াতে পারেন।
তবে যদি আপনি সম্পর্কহীন কোনো বিষয়ে দক্ষতা বাড়াতে যান, তাহলে ‘শাইনি অবজেক্ট সিনড্রোম’-এর কারণে বারবার আপনার ক্যারিয়ার বদলানোর ইচ্ছা হবে।