ভাই, একটা কমন প্রশ্ন – মার্কেটপ্লেসে কাজ করবো, নাকি বাইরে কাজ করবো?
কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন যে মার্কেটপ্লেসে কাজ করার কিছু সমস্যা আছে, সেগুলো হলো:
- ফি দিতে হয়
- ডেডলাইন-এর চাপ থাকে
- কম বাজেটের কাজ থাকে
- প্রোফাইল ব্যান হওয়ার ভয়
এই সমস্যাগুলো কিন্তু আসলে তেমন বড় কোনো সমস্যা নয়, তাই না?
মেহেরবানি করে একটা কথা বলি, আমরা চাইলে মার্কেটপ্লেসের পাশাপাশি বাইরের কাজেও এফোর্ট বাড়াতে পারি। কারণ মার্কেটপ্লেসের বাইরে হয়তো উপরে বলা সমস্যাগুলো কম থাকে, কিন্তু সেখানে আবার কিছু নতুন সমস্যা যোগ হয়:
- ক্লাইন্ট খোঁজা
- মার্কেটিং খরচ
- পেমেন্ট মেথড সংক্রান্ত সমস্যা
- স্ক্যামার ক্লায়েন্ট
তাই ভাই, ‘এটা নয়তো ওটা’—এভাবে চিন্তা না করে, আমাদের উচিত মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি মার্কেটপ্লেসের বাইরেও চেষ্টা করে যাওয়া। যখন দেখবেন বাইরের থেকে বেশি ভালো ফল পাচ্ছেন, তখন মার্কেটপ্লেসে দেওয়া আপনার চেষ্টাটা একটু কমিয়ে দিতে পারেন।
তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, ভাই আমার— একাধিক ইনকামের উৎস থাকাটা খুব জরুরি! প্লিজ এটাকে গুরুত্ব দেবেন।