নতুন কিছু শুরু করতে গিয়ে ভুল কিছু যেন না করি

প্লিজ, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন

ভাই, যদি আপনার মাথায় এমন অনেক আইডিয়া থাকে যেগুলো কখনো শুরু করার সময় পাননি, অথবা এখন আর সেই আইডিয়াগুলো শুরু করে কোনো লাভ নেই বলে মনে করেন, তাহলে প্লিজ এই পোস্টটা আপনার জন্য।

দেখেন ভাই, আমার ক্যারিয়ারের এই স্টেজে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম:

কোনো কিছু শুরু করার থেকে বেশি জরুরি হলো, এটা বোঝা যে কোনটা শুরু করা উচিত হবে না

আমরা সবাই একটা নির্দিষ্ট পথে এগিয়ে যাচ্ছি। সফল তারাই হয় যারা নিজেদেরকে এমন পরিস্থিতিতেও এগিয়ে নিতে পারে এবং সমস্যাগুলো সমাধান করে সামনে যায়।

আপনি এখন যেই ব্যবসা বা সার্ভিস থেকে ইনকাম করছেন, একটু খেয়াল করে দেখবেন, এই পর্যন্ত আসতে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক সময় আর এফোর্ট দিতে হয়েছে।

তাই এখন নতুন কোনো কিছু শুরু করতে গেলে আপনাকে আবার সেই একই পরিমাণ সময় আর এফোর্ট দিতে হতে পারে, যেটা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। আর এই কারণেই নতুন কাজগুলো ফলাফল আসা পর্যন্ত যেতে পারে না।

এজন্য ভাই, মেহেরবানি করে একটা কথা বলি, যদি আপনার মনে হয় যে আগে যেই প্ল্যানগুলো করেছিলেন সেগুলোর মধ্যে কোনো একটা এখন আর তেমন কার্যকর হবে না, তাহলে সেটা শুরু না করাই ভালো

সবশেষে একটা কথা মনে রাখবেন, প্লিজ:

“নতুন কিছু শুরু করার থেকে, ভুল কিছু শুরু না করা অনেক বেশি জরুরি!”

হয়তো এগুলাও আপনার পড়তে ভাল লাগতে পারে

ডিম আগে না মুরগি আগে? স্কিল আগে না টাকা আগে?

ভাই, দেখেন! ‘ডিম আগে নাকি মুরগি আগে?’—এই বিতর্ক শুরু করলে এর কোনো শেষ নেই। কিন্তু একটা সহজ প্রশ্ন করি: ‘স্কিল আগে নাকি টাকা আগে?’—এই প্রশ্নের

বিস্তারিত >

Shiny Object Syndrome – একটা রোগ

ভাই, যদি আপনার মাথায় বারবার ক্যারিয়ার বদলানোর চিন্তা আসে, তাহলে মেহেরবানি করে এই পোস্টটা আপনার জন্য। দেখেন, এখন ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো রিসোর্স আর কাজের

বিস্তারিত >

Fiverr vs Upwork: পার্থক্য কোথায়?

ভাই, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো আসলে দুইটা আলাদা খেলার মতো। Fiverr হচ্ছে ধৈর্য আর ক্লায়েন্ট ধরে রাখার খেলা। Fiverr-এ একটা অ্যাকাউন্ট বড় করতে চাইলে কিছু জিনিস মাথায়

বিস্তারিত >
Scroll to Top